আট হাজার পরিবারকে খাবার দিলো কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ২৭ টি ওয়ার্ডের  আট হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিটি করপোরেশনের কার্যালয় প্রাঙ্গণে সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আমরা করোনা সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করছি। বিশেষ ধন্যবাদ দিতে চাই স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রতি। যার কারণে কুমিল্লার জন্য একটু বেশি বরাদ্দ পেয়েছি।

সিটি মেয়র মো.মনিরুল হক সাক্কু বলেন, নগরীর ২৭ ওয়ার্ডের নিম্ন আয়ের আট হাজার পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবার সামগ্রী বিতরণ করেছি। যার মধ্যে ৮৪ টন চাল, ১২ টন আলু, ৪ টন পেঁয়াজ, ৮ টন মসুর ডাল ও ৪ টন তেল রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।