সিলেটে শ্বাসকষ্ট ও জ্বরে কিশোরীর মৃত্যু

সিলেটসিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে তার মৃত্যু হয়। তবে ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল না বলে নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘দুই মাস আগে থেকেই ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ। অভাবের কারণে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এজন্য তার ফুসফুসে পানি জমে যায়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সঙ্গে তার শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন দেন। এরপর দুপুরে তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শে কিশোরীর লাশ তার পরিবারের কাছে স্বাভাবিকভাবে হস্তান্তর করা হয়। তার জানাজাও স্বাভাবিকভাবে করার জন্য বলা হয়েছে।