নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্রদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা

নরসিংদীকরোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে নরসিংদী শহরে দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি চালু করেছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে শহরের রাঁধুনী নামে একটি রেস্টুরেন্ট থেকে এ খাবার বিতরণ শুরু করা হয়েছে। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া জেলার সব খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শহরের অসহায় দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষরা বিপাকে পড়ছেন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে তাদের উপার্জনও বন্ধ হয়ে গেছে। এসব দিক চিন্তা করে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ চালু করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ওই রেস্টুরেন্ট থেকে খাবার বিতরণ চালু থাকবে। বরাদ্দ খাবারের মধ্যে রয়েছে– ভাত, ডাল, সবজি ও ডিম।