নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালানোর চেষ্টা, ২ জনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজনকরোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করে যাত্রী সংগ্রহ করে গণপরিবহন চালু করার দায়ে ঠাকুরগাঁওয়ে দুই ব্যক্তিকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন।

সাজাপ্রাপ্ত দুজন হচ্ছেন– গাড়িচালক মো. আব্দুল্লাহ (২৬) এবং কাউন্টার মাস্টার মো. পারভেজ (২৭)।  আব্দুল্লাহ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার আবুল কালাম আজাদের  ছেলে এবং পারভেজ একই এলাকার কামাল হোসেনের ছেলে।

ইউএনও জানান, গোপন সংবাদে জানতে পারি, নির্দেশনা অমান্য করে মৌমিতা পরিবহন নামে একটি বাস গোপনে যাত্রী সংগ্রহ করে খোচাবাড়ী কেবি ফিলিং স্টেশনের সামনে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হচ্ছে। পরে পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়ে ওই দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো. আব্দুল্লাহ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।