বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

bograবগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণপাড়ায় শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে শনিবার দুপুরে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে মারা গেছেন এমন সন্দেহে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান। ইতোমধ্যে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

প্রশাসন রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ি লকডাউন ঘোষণা করেছে। ডেপুটি সিভিল সার্জন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই বৃদ্ধ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবাসী। তিনি গত ১০-১২ দিন আগে অসুস্থ অবস্থায় বগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণপাড়া এক আত্মীয়ের বাড়িতে আসেন।

শনিবার বেলা ২টার দিকে তিনি মারা যান। এরপর প্রতিবেশিদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই বাড়িতে যান। স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও গলা ব্যথায় মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি অ্যাজমা রোগে মারা গেছেন। প্রশাসন বাড়িটি লকডাউন করলেও সেই বৃদ্ধের আত্মীয় তার লাশ ও পরিবারের চার সদস্য নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামির হোসেন মিশু জানান,  তিনি শ্বাসকষ্ট ও কাশিতেই মারা গেছেন। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী না সে সম্পর্কে নিশ্চিত হতে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে, সে মোতাবেক তারা লাশ দাফন করবেন।