স্ট্রোকে মৃত্যু তবুও নিশ্চিত হতে নমুনা সংগ্রহ

মাদারীপুরমাদারীপুরের কালকিনি উপজেলায় কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে মৃত্যু হয়। তার জ্বর ও গলাব্যাথা ছিল এই খবরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ওই ব্যক্তির শরীরে করোনা ছিল কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

কয়ারিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম জানান, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন যে, শনিবার বিকেলে সালাম বাড়ির পাশে দোকানে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি বাড়ি ফিরে আসেন। রাতে তার শরীরে জ্বর আসে এবং গলা ফুলে যায়। এ সময় স্থানীয় এক পল্লী চিকিৎসক তার চিকিৎসা করেন। ভোর রাতের দিকে তিনি মারা যান।

এদিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেউ করোনা আক্রান্ত হলে সাধারণত হঠাৎ করেই মারা যান না। চরআলিমাবাদের ওই ব্যক্তি গতকাল বিকেলে পর্যন্ত সুস্থ ছিলেন রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান। প্রাথমিকভাবে চিকিৎসকরা বলছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবুও করোনা কিনা নিশ্চিত হতে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, কয়ারিয়ার ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে পরীক্ষার জন্য আরএমওসহ স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়েছে। করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এগুলো কিছুই তার মধ্যে ছিল না। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।