দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি




গ্রাম পুলিশ সদস্য সাজেদুল
করোনা সংক্রমণ ও বিস্তাররোধে দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশ সদস্যের গায়ে গরম পানি ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিংড়া উপজেলার অভিযুক্ত চা দোকানিকে মামলার পর কোর্টে উপস্থাপন করে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী।

সিংড়া থানার উপ-পরিদর্শক ও মামলার আইও ইলিয়াস কবির জানান, রবিবার বিকালে
উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে চা দোকান খোলা দেখে এগিয়ে যান গ্রাম পুলিশ সদস্য সাজেদুল। এ সময় জনসমাগম এড়ানো ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকান বন্ধ করতে বলেন তিনি। এ নিয়ে উভয়পক্ষে তকাতর্কির জেরে চা দোকানি রাকিব ক্ষেপে গিয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে ওই গ্রাম পুলিশ সদস্যের পিঠের দিকের কিছু অংশ ঝলসে যায়।

অভিযুক্ত চা দোকানি রাকিবখবর পেয়ে সিংড়া থানার পুলিশ ওই গ্রাম পুলিশ সদস্যকে উদ্ধার ও দোকানিকে আটক করে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম জানান, গ্রাম পুলিশ সদস্যের দায়ের করা মামলায় ওই চা দোকানিকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আসামিকে কোর্টে উপস্থিত করা হয়।