কেন্দুয়ায় জ্বর ও পাতলা পায়খানায় যুবকের মৃত্যু

নেত্রকোনাকেন্দুয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নল্লা এলাকায় জ্বর ও পাতালা পায়খানায় এক যুবক (২১) মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়।

কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রহুল ইসলাম বলেন, ‘ওই যুবক পেশায় একজন রিকশাচালক। কিছুদিন ধরে তিনি হালকা জ্বর ও পাতলা পায়খানায় ভুগছিলেন। এছাড়া আগে থেকে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। সতর্কতা হিসেবে আমরা স্বাস্থ্য বিভাগের লোকজন দিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরে বিকালে তার দাফন সম্পন্ন হয়।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ওই যুবকের বাড়ির লোকজন যাতে মুক্তভাবে চলাফেরা করতে না পারেন সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাহিদ হাসান বলেন, ‘ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত নন।’