ভারত থেকে ফেরা ৯৩ যাত্রী কোয়ারেন্টিনে

বেনাপোল কাস্টম হাউস

ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ৪৮ জন বাংলাদেশি মঙ্গলবার (৭ এপ্রিল) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এনিয়ে দুদিনে ভারত থেকে ফিরে আসা ৯৩ জনকে বেনাপোলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিশেষ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৮ জনকে বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে নেওয়া হয়। এর আগে গত দুদিনে আরও ৪৫ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

জানা গেছে, বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে আট জনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছেন।

ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা ৪৮ পাসপোর্টধারী যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। ১৪ দিন পর তারা বাড়ি ফিরে যেতে পারবেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।