বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ৪ বাড়ি লকডাউন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক নারীকে (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বাকেরগঞ্জ উপজেলা হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে তার বাড়িসহসহ আশেপাশের চারটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম বলেন, করোনাভাইরাসের যে কয়টি লক্ষণ রয়েছে তার সবকটিই তার মধ্যে রয়েছে। যেমন সার্দি-কাশি, গলা ব্যথা, পুরো শরীর ব্যথা, শ্বাসকষ্ট। প্রাথমিকভাবে তার মুখের লালার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় জানান, রঘুনাথপুর গ্রামের এক গৃহিণী করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে ওই এলাকার মানুষের নিরাপত্তায় ওই মহিলার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।