করোনা ঠেকাতে চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় প্রবেশ বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কুষ্টিয়া জেলা। এমন একটি আঞ্চলিক মহাসড়কে গতিরোধক বসিয়েছে পুলিশ।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেলায় প্রবেশের তিনটি আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সড়ক তিনটি বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ করে দেওয়া সড়কগুলোর মধ্যে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া প্রবেশের দুটি  ও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় ঢোকার একটি সড়ক রয়েছে। এগুলো হচ্ছে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির হালসা এলাকা ও মিরপুর উপজেলার কাকিলাদহ সড়ক সীমান্ত। এছাড়াও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় প্রবেশের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এ তিন সড়ক দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় কোনও গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বলেন, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জন্য তিন স্থানে পুলিশ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।