করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

টাঙ্গাইলটাঙ্গাইলের ঘাটাইলে তাবলিগ থেকে ফেরার পর করোনা উপসর্গ নিয়ে কলেজ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরে নমুনা সংগ্রহ করে তাকে দাফন করা হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, ‘কলেজ মিয়া তাবলিগ জামাতে গিয়েছিলেন। দশ-বারো দিন আগে তাবলিগ শেষে বাড়িতে ফেরেন। এরপরই তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তার মৃত্যু হয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত রোগীর দাফনের নিয়ম মেনে তাকে দাফন করা হয়েছে।’

ইউএনও বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় নিয়ম মেনে তাকে দাফন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।'