নিজেদের সুরক্ষায় গ্রাম লকডাউন করেছেন স্থানীয়রা

HILI PIC 1

করোনাভাইরাস থেকে নিজেদের মুক্ত থাকতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিনাজপুরের হিলিতে পালপাড়া নামের একটি গ্রামকে লকডাউন করেছেন গ্রামবাসীরা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে ওই গ্রামের দুটি প্রবেশ পথে বাঁশ টাঙিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে, দুটি প্রবেশ পথেই রাখা হয়েছে জীবানুনাশক ও হাত ধোয়ার ব্যবস্থা। সেখানে কেউ এলে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একান্ত প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে বা গ্রাম থেকে বাইরে গেলে হাত ধুয়ে ও জীবানুনাশক প্রয়োগের পর অনুমতি মিলছে।

এই উদ্যোক্তা আবু সাঈদসহ অন্যরা বাংলা ট্রিবিউনকে জানান, গ্রামবাসীকে মুক্ত রাখতে আমরা যুবসমাজের উদ্যোগে পালপাড়া গ্রামকে স্বেচ্ছায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন ছাড়া কাউকে গ্রাম থেকে বাইরে যাওয়া বা গ্রামে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রেণ না আসা পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান- করোনাভাইরাসের সংক্রমণ রোধে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও মানুষজনকে ঘরে রাখতে সেনাবাহিনী-পুলিশ-আনসারসহ স্থানীয় প্রশাসন তাদের সচেতনতা বৃদ্ধিসহ নানা ধরনের কাজ করে যাচ্ছে। আমরা চাচ্ছি কেউ যেন ঘর থেকে বের না হন। এক্ষেত্রে তারা যে উদ্যোগ নিয়েছেন, এটি খুব ভালো হয়েছে।