বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে কটূক্তি: ইবি ছাত্রী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। 

মঙ্গলবার রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক রেহানা পারভীন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কর্মী সাজ্জাদ হোসেন তার ফেসবুকে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি মাজেদ গ্রেফতারের পর একটি পোস্ট দেন। সেই পোস্টের কমেন্টে ওই ছাত্রী বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে কটূক্তি করেন।  তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান। 

এদিকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠলে, ওই ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি লিখেন, ‘আমি নিজেও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রী যা বলেছে, সেটা অবশ্যই ঠিক হয়নি। এটা আপত্তিকর মন্তব্য।  তবে যদি সে ক্ষমা চেয়ে থাকে, তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বিবেচনা করবে।’