করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

IMG_20200408_164708করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলায় এবার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার নাম উত্তীয় দেবনাথ (২৮)। সে পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাতিখালী গ্রামের বিষ্ণুপদ নাথের ছেলে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাইকগাছায় ৭০ বছরের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে’ ফেসবুকে এমন গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলো ওই যুবক। এছাড়া এলাকার বিশিষ্টজনদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করছিল। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় আগে সাধারণ ডায়রি করা হয়।

ফেসবুকে করোনা আক্রান্ত সংক্রান্ত গুজব ছড়ানোর অপরাধে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাইকগাছা থানার এস আই অখিল রায় বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। গ্রেফতার উত্তীয় দেবনাথ ফেসুবকে ‘ভয়েস অফ পাইকগাছা’ নামের একটি পেইজের এডমিন। ওই পেইজে সে পাইকগাছায় করোনা আক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ায়।