দেড় হাজার কেজি সরকারি চাল চুরি, আ.লীগ নেতাসহ দুইজনকে কারাদণ্ড

 

গ্রেফতার চালের ডিলার আউয়াল হোসেন স্বপন

নাটোরের সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে ১০ টাকা কেজি দরে বিক্রির ১ হাজার ৪৪০ কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন। চাল চুরি করে লুকিয়ে রাখার এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হল চালের ডিলার আউয়াল হোসেন স্বপন (৩৮) ও চাল ব্যবসায়ী শারুপাড়া গ্রামের মৃত বাছতুল্লাহ'র ছেলে রহমত আলী (৬২)। ডিলার স্বপন একইসঙ্গে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তার বাড়ি উপজেলার লক্ষীখোলা গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় চাল ব্যবসায়ী রহমত আলীর এক আত্মীয়ের বাড়ি থেকে ১ হাজার ৪৪০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলার ও চাল ব্যাবসায়ীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।