হালুয়া তৈরি নিয়ে বিরোধ, গৃহবধূকে পিটিয়ে হত্যা

বগুড়া

শবে বরাতের হালুয়া তৈরি নিয়ে বিরোধের কারণে স্বামী মোকসেদ আলীর আঘাতে বরুল বিবি (৫০) নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার কিচক ইউনিয়নের সালদা পশ্চিমপাড়া গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী, ছেলে ও ছেলের বউ বাড়ি থেকে পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শিবগঞ্জ উপজেলার সালদা পশ্চিমপাড়া গ্রামের কৃষক মোকসেদ আলী কয়েক বছর আগে বরুল বিবিকে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার সন্ধ্যায় শবে বরাতের হালুয়া তৈরি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডা হয়। তখন মোকসেদ আলী স্ত্রী বরুল বিবিকে প্রহার করেন। মধ্যরাতে এনিয়ে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হলে বরুল বিবিকে মারপিট করা হয়। অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তিনি মারা গেছেন বুঝতে পেরে লাশ বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই খবর পাওয়ার পর স্বামী মোকসেদ আলী ও অন্যরা পালিয়ে যান।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।