মাদারীপুরে ১১০ রাউন্ড গুলিসহ আটক ১

Madaripur Arms Recover

মাদারীপুরের কালকিনিতে ১১০ রাউন্ড গুলিসহ কাজী ফয়সাল আহম্মেদ (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিমু কাজীর ছেলে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালকিনির কাজীবাকাই ইউনিয়নের বাঁশতলা নামকস্থানে পুলিশের এসআই মেহেদী হাসান ও এএসআই শরিফুজ্জামানে দায়িত্বে পরিচালিত চেকপোস্টে আটক হন কাজী ফয়সাল। তার কাছ থেকে ৯৫ রাউন্ড রাইফেলের ও ১৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, 'পুলিশের চেকপোস্ট পরিচালনার সময় কাজী ফয়সাল আহম্মেদ ১১০ রাউন্ড গুলিসহ আটক হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।'