করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

করোনাভাইরাসকরোনা সংক্রমণের লক্ষণ নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ গ্রামে নির্দোষ চন্দ্র (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মৃত্যুর পর তার বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, বগুড়ার একটি খাদ্য কারখানায় কর্মরত শ্রমিক নির্দোষ গত আট দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাকে ক্ষেতলালে গ্রামের বাড়িতে রেখে যায়। পরে তার ডায়রিয়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, ‘করোনায় ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’

জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জনকে হোম কোয়ারেন্টিনে এবং পাঁচ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যালে ১৯ জনের নমুনা জমা দেওয়া আছে। এর আগে জেলার ২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।