হতদরিদ্রের চাল বিক্রি করে ধরা, ডিলারশিপ বাতিল

জরিমানা



নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের হতদরিদ্রদের ৩শ’ কেজি চাল অন্যত্র বিক্রি করে ধরা পড়ে গেছেন মিস্টার মিয়া নামে এক ডিলার। ভ্রাম্যমাণ আদালত তাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। পাশাপাশি তার ডিলারশিপও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম তাকে এ সাজা দেন।

ব্যবসায়ী মিস্টার মিয়া উপজেলার মরজাল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের অনুমোদিত ডিলার ছিলেন।

জানা যায়, এ উপজেলায় হতদরিদ্র কার্ডধারী রয়েছেন ১৮ হাজার ১শ’ ৪৫ জন। তারা ১০ টাকা কেজি দরে বছরের ৫ মাস এবং প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। এসব হতদরিদ্রদের সুবিধার্থে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নে ২ জন ডিলার নিয়োগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার ২৪ ইউনিয়নে ৪৮জনের এমন ডিলারশিপ রয়েছে। এরমধ্যে চাল বিক্রি করে দেওয়ায় বাদ বড়লেন মিস্টার মিয়া।