চিরিরবন্দরে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা

জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে সব দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশ উপেক্ষা করায় দিনাজপুরের চিরিরবন্দরে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।

এ সময় উপজেলার রাণীরবন্দর বাজারের রুস্তম অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, কোহিনুর সু-স্টোরকে ১০ হাজার টাকা, ভুষিরবন্দর বাজার ও ঘুঘুড়াতলী মোড়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, ২৬ মার্চ থেকে চলমান নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান ও কাঁচামালের দোকান (দুপুর ১টা) ছাড়া সব ধরনের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ওই ৬ দোকান মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।