বগি লাইনচ্যুত, উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

92461306_536555420379456_3124185045338685440_n

গাজীপুরে খাদ্যবাহী ট্রেনের (মালগাড়ি) বগি লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও জেলা শহরের কেন্দ্রস্থল জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিংও আটকে গেছে। ফলে গুরুত্বপূর্ণ ওই পথে কোনও যানবাহনও চলাচল করতে পারছে না। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শাহজাহান জানান, রংপুরের সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে মালগাড়িটি ঢাকা যাচ্ছিলো। ট্রেনটি জয়দেবপুর জংশন স্টেশনের আউটার সিগন্যাল পার হয়ে প্রধান লাইন (২ নম্বর) দিয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে গাড়িটির ইঞ্জিনের পর থেকে দ্বিতীয় ও অষ্টম বগির (ওয়াগন) চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ঢাকায় উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।