চট্টগ্রামে আরও দুই করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামচট্টগ্রাম নগরীতে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ পায়। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী ৭ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর গত ৮ এপ্রিল আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

হাসান শাহরিয়ার কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দু্ই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

তাদের একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার এলাকায়। অন্য জনের বাড়ি আকবর শাহ থানার ইসপাহানি গোলচত্বর এলাকায়। দুজনকে নগরীর আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, 'এ ঘটনায় দুজনের বাড়ি লকডাউন করা হচ্ছে। পাশাপাশি তাদের সংস্পর্শে যারা এসেছেন, আমরা তাদেরও বের করার চেষ্টা করছি। তাদের হোম কোয়ারেন্টিনে নেওয়া হবে।’