বাইরে ঘোরাঘুরি, সড়কে বসিয়ে শাস্তি!

বাইরে ঘোরাফেরার দায়ে সড়কে বসিয়ে রেখে শাস্তিবরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসায় এবং বাজারে ঘোরাঘুরি করার দায়ে দুই শতাধিক ব্যক্তিকে সড়কে বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়েছে। পরে শাস্তি পাওয়া সবাইকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়ে ঘরে ফেরত পাঠানো হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে বাইরে আসা ব্যক্তিদের আটক করে সদর রোডে বসিয়ে রাখে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, ইতোমধ্যে পুরো বাংলাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরেই সাধারণ মানুষকে অহেতুক চলাফেরা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। তবে সাধারণ মানুষ এতে কর্ণপাত করছে না।

এ অবস্থায় বরগুনা বাজারে মানুষের জনসমাগম এড়িয়ে চলার জন্য মাছ বাজার এবং কাঁচা বাজার, বরগুনা জিলা স্কুলের সুবিশাল মাঠে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া শুক্রবার শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তারপরও কিছু মানুষ বাজারে ঘোরাফেরা করায় তাদের সড়কে বসিয়ে রাখা হয়। ভবিষ্যতে খুব জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে আসবেন না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।