বান্দরবা‌নে আয়োজনহীন বুদ্ধ পূর্ণিমা

Bandarban purnima news pic-2করোনা মহামারিতে একেবারেই আয়োজন ছাড়াপালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচে‌য়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার রা‌তের আঁধা‌রে উড়েনি ফানুস, ঘরে বসেই প্রার্থনা আর ধর্মীয় মঙ্গল কর্ম সম্পাদন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রতি বছর উৎসবমুখর পরিবে‌শে এ দিনটি উদযাপন করে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বান্দরবানের বৌদ্ধ বিহারগুলো সাজানো হয় বর্নিল সাজে, শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয় দিনটি। বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে দিনব্যাপী হতো প্রার্থনা, ছোয়াইং দান (ভান্তের খাবার দান) হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বোধিবৃক্ষমূল চন্দন জল সিঞ্চনসহ (বটগা‌ছে চন্দন জল দেওয়া) নানা আয়োজন।

তবে এই বছর করোনার কারণে কোনও উৎসবই পালন করেননি না তারা।  ঘরোয়াভাবে প্রার্থনার মধ্যে দিয়েই এ দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ।

বৌদ্ধ ধর্মমতে,আজ থে‌কে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিন হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।