আম আকৃতির ডিম

আম আকৃতির ডিমবান্দরবানের লামায় আম আকৃতির ডিম পেড়েছে একটি কালো মুরগি। এই ঘটনায় সাড়া পড়েছে লামা জুড়ে। শনিবার (১৬মে) সকাল পর্যন্ত কালো রঙের মুরগিটি লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় প্রতিপালকের বাড়িতে আম আকৃতির তিনটি ডিম পেড়েছে।

ডিমগুলো সংরক্ষণ করছেন মুরগির মালিক লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা। তিনি ইতোমধ্যে বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।আম আকৃতির ডিম পেড়েছে এই মুরগীটি

মোহাম্মদ মহসীন রেজা বলেন, ‘আমার লালিত কালো রঙের মুরগিটি তিন দিন ধরে হুবহু আম আকৃতির ডিম পাড়ছে। খবরটি ছড়িয়ে পড়ায় এ ডিম দেখার জন্য স্থানীয়রা আমার বাড়িতে ভিড় করছেন। এক বছর বয়সী মুরগিটি এর আগেও ডিম পেড়েছে। সেগুলোর আকৃতি স্বাভাবিক ডিমের মতোই ছিল। তবে কয়েকদিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে অবাক হই।’

এ বিষয়ে লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, ‘মুরগির বিকৃত আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারণে মুরগিসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝে মধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়। তবে এই ঘটনাটি কেন হচ্ছে তা পরীক্ষা করে দেখা হবে।’