নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু




নরসিংদীনরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার একজন দোকানি ও বাসিন্দা। করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানান, ওই দোকানি ৫/৬ দিন ধরে জ্বর, ঠাণ্ডা-কাশিতে ভুগছিলেন। তার পাতলা পায়খানাও হচ্ছিল। করোনার এসব উপসর্গ দেখা দিলেও সাধারণ জ্বর মনে করে তিনি বিষয়টি এড়িয়ে যান। শনিবার রাত ৯টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রাতেই করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিম মরদেহ উদ্ধার করে।

করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনা উপসর্গ দেখা দিলেও তিনি তা গোপন করেন। রাতে শ্বাসকষ্টে তার মৃত্যু হলে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ৮ মে একই মহল্লার বাসিন্দা ও নরসিংদী বাজারের এক মাছ ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে ৯ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফল আসে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (১৩ মে) করোনা আক্রান্ত ২৯২ জন শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৪ জন।