ডিএমপি থেকে কুড়িগ্রামে আসা ২ নারী পুলিশ সদস্যের করোনা শনাক্ত



করোনাভাইরাসঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে কুড়িগ্রাম জেলা পুলিশে বদলি হয়ে আসা দু্ই নারী পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ১৪ মে ডিএমপি থেকে তারা কুড়িগ্রাম পুলিশ লাইনে যোগ দেন। পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান এ তথ্যা নিশ্চিত করেছেন।





পুলিশ সুপার জানান, গত ১৪ মে ডিএমপি থেকে ১২ জন পুলিশ কনস্টেবলকে (নারী) কুড়িগ্রামে বদলি করা হয়। করোনা পরিস্থিতিতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যজ পাঠানো হয় এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা নেয় জেলা পুলিশ। ১৮ মে পাওয়া প্রতিবেদনে দুজন করোনা পজিটিভ শনাক্ত হন।
পুলিশ সুপার বলেন, ‘আক্রান্ত দুই পুলিশ সদস্যের মধ্যে করোনা উপসর্গ নেই। তারা সুস্থ আছেন।' দুজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানান এসপি।
এ নিয়ে কুড়িগ্রামে তিন পুলিশ সদস্যি করোনা আক্রান্ত হলেন। এর আগে জেলার ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করোনা পজিটিভ শনাক্ত হন। তার কোনও উপসর্গ নেই। তিনি হোম আইসোলেশনে রয়েছেন।