‘আম্পান’ মোকাবিলায় ঝালকাঠিতে ২৭৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত

99131824_1109757579399883_3795737674950639616_n

 

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে ঝালকাঠিতে। জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জানানো হয়, ইতোমধ্যে জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

জানা যায়, সুগন্ধা ও বিষখালী নদীর তীরের মানুষকে আবহাওয়ার সংকেত অনুযায়ী নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে।

এদিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে, ফলে ঘূর্ণিঝড়ে শহরে পানি ঢোকার সম্ভবনা রয়েছে।

আরও জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এখন পর্যন্ত সাইক্লোন শেল্টরে যাওয়া শুরু করেনি। তবে ঝালকাঠির আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, 'ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'