মাগুরায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি

magura ampun1

আম্পানের কারণে মাগুরায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার রাতভর বয়ে যাওয়া ঝড়ে কোনও প্রাণহানি না ঘটলেও ফসল, ঘরবাড়ি, গবাদি পশুর ক্ষতি হয়েছে ব্যাপক। জেলার অধিকাংশ স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সড়কগুলোতে গাছ পড়ে বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। জেলার কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে। অধিকাংশ পেঁপে, কলার গাছ ভেঙে গেছে। এছাড়া আম ও লিচু বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

মাগুরার সহকারি পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, 'ঢাকা-খুলনা মহাসড়কের অনেক স্থানে গাছ পড়ে আছে। স্থানীয় লোকজন ও পুলিশ তা নিরসনে কাজ করে যাচ্ছে।'

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, 'ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ নিরূপণ করতে সময় লাগেবে। এই ক্ষতি শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।'