আবারও হিলি বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ট্রেন থেকে পেঁয়াজ নামানো হচ্ছেকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে দু মাসের বেশি বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের একটি বড় চালান নিয়ে একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশন আসে। সকাল ১০টার পর ট্রেন থেকে পেঁয়াজ খালাস শুরু হয়। হিলি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে। আমদানিকৃত এসব পেঁয়াজ বিক্রি করা হবে প্রকারভেদে ২৩ থেকে ২৭ টাকা কেজি দরে।’

সাদ্দাম হোসেন ও রবিউল ইসলাম নামের দুই পেঁয়াজের পাইকার বলেন, ‘করোনা ভাইরাসের কারণে পণ্য আমদানি রফতানি না হওয়ায় আমরাও বিপাকে পড়ে গিয়েছিলাম। আবারও রেলপথে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় আমরা পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারবো। ’

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, ‘ভারত থেকে ৪২টি বগিতে পেঁয়াজ নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌঁছে। এখন আনলোডের কাজ চলছে। পেঁয়াজ খালাস শেষ হলে ট্রেনটি পুনরায় দর্শনা বন্দর দিয়ে ভারতে ফিরে যাবে।’