প্রধানমন্ত্রীর নগদ সহায়তার ২৫০০ দিতে ৭০০ টাকা দাবির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

101440617_4143897342302038_8611452507001978880_n

জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সঙ্গে ৭০০ টাকা জমা না দিলে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার নগদ উপহারের তালিকায় নাম দেওয়া যাবে না মর্মে এক জনপ্রতিনিধি শর্ত দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ ন্ং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হাওয়া আক্তারের বিরুদ্ধে বুধবার (২০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগ করেছেন একই ইউনিয়নের কাওয়ালীবিন্নি গ্রামের প্রতিবন্ধী কাছুম আলীর স্ত্রী আনহার আক্তার ও সফর উদ্দিনের স্ত্রী কনা।

ভুক্তভোগী দুই নারী অভিযোগে উল্লেখ জানান, চলমান করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ও আসহায়দের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০০ টাকা করে দেওয়া হবে শুনে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য হাওয়া আক্তারের কাছে যান তারা। কিন্তু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের সঙ্গে ৭০০ টাকা করে জমা না দিলে ২৫০০ টাকা দেওয়া যাবে না বলে জানায় হাওয়া আক্তার। তবে হত দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় ওই দুই নারী টাকা জমা দিতে পারেননি। পরে তারা এর প্রতিকার চেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসানের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের তালিকায় বিত্তশালী ও জনপ্রতিনিধিদের পরিবারের নাম তালিকাভুক্ত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে  হাওয়া আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি নিজ এলাকায় না থাকায় কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এটা ষড়যন্ত্র।'

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ বলেন, 'এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি মেম্বরকে জিজ্ঞেস করেছি, কিন্তু তিনি বলেছেন পারিবারিক দ্বন্দ্বের কারণে এমনটা হয়েছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসান এই অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এটি ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এগুলো তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, ''উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হলে স্বচ্ছতা নিশ্চিত হতো।'

তালিকায় স্বজনপ্রীতির অভিযোগের প্রসঙ্গে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, 'এটার দায়িত্ব সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ওপর। তারাই তালিকা প্রস্তুত করে দেওয়ার কথা। তবুও এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'