কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫। এ বছর পাসের হার ৮৫.২২ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৭.১৬। এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে এক হাজার ৪৮১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার (৩১ মে) সকালে ফল ঘোষণা করেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এ বিভাগে ৪৪ হাজার ৭১২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬ .৩৩ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৪২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে ৫৮ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।

এই বোর্ডে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এ বছর মোট ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। জেলাওয়ারি ফলাফলে ৮৮ দশমিক ১৫ শতাংশ হার নিয়ে শীর্ষে ফেনী, সবার শেষে থাকা নোয়াখালীর হার ৮১ দশমিক ৫৯ শতাংশ।