আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৮

গাইবান্ধা জেলা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষায় গাইবান্ধার আরও তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (৩১ মে) নতুন করে আক্রান্ত দুজনের একজনের বাড়ি সাদুল্লাপুর ও অপরজনের বাড়ি গোবিন্দগঞ্জ। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫৮ জন। আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। সর্ব্বোচ্চ ৩০ জন আক্রান্ত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলায়।

রবিবার (৩১ মে) গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিন জন। আইসোলেশনে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩০ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ৫১৩ জন এবং প্রতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে আছেন ৩১ জন।

এদিকে, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন সদর উপজেলার, ফুলছড়ি উপজেলার একজন, সাঘাটা উপজেলার তিন জন, পলাশবাড়ি উপজেলার পাঁচ জন, গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ জন, সুন্দরগঞ্জ উপজেলার তিন জন এবং সাদুল্লাপুর উপজেলায় রয়েছেন আট জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে আক্রান্ত দুজন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে।