করোনার নমুনা নিয়ে হাসপাতালে, রিপোর্ট আসার আগেই পলায়ন

করোনা পরীক্ষা (ফাইল ছবি)

করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা মানু বেগম (২৭) ও মাহমুদা বেগম (২৫) পালিয়ে গেছেন। তার আগে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে এখনও নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।

হাসপাতালের সিনিয়র ব্রাদার তারক চন্দ্র বিশ্বাস বলেন, 'যশোর উপশহর এলাকার লুৎফর গাজীর স্ত্রী মানু বেগম ও সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মনিরুল ইসলামের স্ত্রী মাহমুদা ৩১ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের দুজনেরই শরীর থেকে নুমনা সংগ্রহ করা হয়েছে। এরপর ১ জুন হাসপাতাল ছেড়ে চলে যান মাহমুদা ও মানু বেগম ২ জুন হাসপাতাল ত্যাগ করেন।

জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'তাদের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।'