চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামি আজিম গ্রেফতার

101665948_279442203181219_9210558590337679360_n

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার ৩ নম্বর আসামি আজিম উদ্দীন (১৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দিনগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল খায়ের উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে। আজিম উদ্দীন ত্রিলোচনপুর গ্রামের আজগর আলীর ছেলে।

তদন্তকারী কর্মকর্তা কাজী আবুল খায়ের জানান, ত্রিলোচনপুর গ্রামের সামাউল মণ্ডলের মেয়ে কেয়া খাতুন (১৬) গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় থানায় ১ মার্চ একটি জিডি হয়। নিখোঁজের ১৭ দিন পর ত্রিলোচনপুর গ্রামের একটি কলাক্ষেত থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিহিত জামা-কাপড় দেখে লাশ শনাক্ত করেন পিতা।

এই ঘটনায় থানায় নিহতের পিতা সামাউল মণ্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় ত্রিলোচনপুর গ্রামের মিলন, ইস্রাফিল ও আজিম উদ্দীনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ১ নম্বর আসামি মিলন ও ২ নম্বর আসামি ইস্রাফিলকে গ্রেফতার করা হয়। তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ নম্বর আসামিকেও মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।