করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু, আইসোলেশনে মোট মৃত ৯

মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চৌহালি উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বুধবার (৩ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে আইসোলেশন ওয়ার্ডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। নিহতদের মধ্যে ছয় জন পুরুষ, দুজন নারী ও একজন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় মারা গেছেন দুজন। একজন সিংগাইরে এবং অন্যজন হরিরামপুরে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার বলেন, 'মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বিকাল ৫টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঠাকুরকান্দি গ্রামের কবরাস্থানে দাফন করা হবে। করোনা উপসর্গ থাকায় তার জানাজা ও দাফন সরকারি বিধান অনুযায়ী হবে।'

এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনই হরিরামপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৬ জন।