বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

বগুড়াবগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ( ৬ জুন) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬) মারা গেছেন। এ নিয়ে দু’দিনে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হলো। এর আগে সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলসহ দু’জন মারা যান। করোনাভাইরাসে এখন পর্যন্ত বগুড়ায় সাতজন ও ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন হাসপাতালে পাঁচজন মারা গেছেন।
এছাড়া উপসর্গ নিয়ে শনিবার সকালে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হতে গিয়ে শহরের নাটাইপাড়ার গোলাম রব্বানী বাবুল (৬০) মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার মিজানুর রহমান জানান, তারা শনিবার মৃত তিনজনের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছেন।
ডা. শফিক আমিন কাজল জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহরের রিয়াজ কাজী লেনের বাসিন্দা দুপচাঁচিয়া উপজেলার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী শনিবার ভোর ৫টায় মারা যান। তিনি কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা দেন। ২ জুন পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ হন।
তিনি আরও জানান, শনিবার বেলা ১০টার দিকে বগুড়া কলেজের সাবেক সহকারী অধ্যাপক ধাওয়াপাড়া গ্রামের আশরাফুল ইসলাম মারা গেছেন। তিনি উপসর্গ নিয়ে গত ৩০ মে শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১ জুন তার করোনা ধরা পড়লে পরদিন আইসোলেশনে স্থানান্তর করা হয়।