থানায় প্রবেশে নিষেধাজ্ঞা, মামলা না নেওয়ার অভিযোগ

PHOTO

থানায় সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করে ফরমান জারি করেছেন রংপুরের বদরগজ্ঞ থানার ওসি হাবিবুর রহমান। কারও কোনও অভিযোগ থাকলে থানার গেটে দাঁড়িয়ে লিখিত অভিযোগ দিয়ে চলে যাওয়ার জন্য বলা হয়। সরেজমিন বদরগঞ্জ থানায় গিয়ে দেখা গেছে, থানার প্রধান গেটের একটা অংশ খোলা রাখা হলেও কাউকেই থানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বদরগজ্ঞ থানার বৈরামপুর কালুপাড়া গ্রামের শাহিন মিয়া অভিযোগ করেন, দুবৃর্ত্তরা তার তিনটি হাড়িভাঙ্গা আমের বাগানের গাছ কেটে দিয়েছে। ফলন্ত গাছ কাটায় তার ৩০ লাখ টাকা ক্ষতি হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর অন্তত ৭ বার ওসিকে ফোন করে অনুনয় বিনয় করেও লাভ হয়নি।

একই অভিযোগ করেন লোহানীপাড়া গ্রামের এক নির্যাতিতা নারী। তিনি থানায় ঢুকতে না পেরে গেটে দাঁড়িয়ে লিখিত অভিযোগ করেন। এক মাস অতিবাহিত হওয়ার পরও ওসি সেই অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেননি। এ ব্যাপারে বেশ কয়েকবার ওসিকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে মধুপুর ইউনিয়নের চারানীপাড়া গ্রামে ঈদের দাওয়াত না দেওয়ায় সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে একই পরিবারের চার জনকে কুপিয়ে আহত করে। এই ঘটনায় কয়েকদিন পর মামলা নেওয়া হলেও আসামিদের গ্রেফতারে কোনও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।

এ ব্যাপারে বদরগজ্ঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী জানান, ওসির এ ধরনের আচরণের অনেক অভিযোগ তিনি পেয়েছেন। অনেকেই এসে বলেছেন যে, ওসি টাকা ছাড়া কোনও কাজ করেন না। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় সংষদ সদস্যের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরী জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

অভিযোগের ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, 'আমাকে তো সবকিছু দেখে কাজ করতে হবে। আর মানুষকে হয়রানি ও মামলা না নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।'