করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

ডা. সাদেকুর রহমান। (ছবি: ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের সৌজন্যে) 

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা গেলেন আরও এক চিকিৎসক। রবিবার (১৪ জুন) ভোর রাত ৫টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইউনিটে তার মৃত্যু হয়। 

তার নাম সাদেকুর রহমান (৫৬)। তিনি নগরীর আন্দরকিল্লাস্থ রেড ক্রিসেন্ট জেমিসন মাতৃসদন হাসপাতালে কর্মরত ছিলেন।

মা ও শিশু হাসপাতালের বর্তমান নির্বাহী কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। উচ্চগতির অক্সিজেন দিয়ে চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে তিনি জানান।     

এ নিয়ে চট্টগ্রামে ৫ জন চিকিৎসক করোনা পজিটিভ হয়ে বা উপসর্গ নিয়ে মারা যান। এর আগে শনিবার (১৩ জুন) চমেক হাসপাতালে  আরিফ হাসান নামে আরেক চিকিৎসক মারা যান। তার আগে গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মেরন সাইন সিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক  ডা. মুহিদ হাসান মারা যান। এর আগের দিন ৩ জুন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনা পজিটিভ হয়ে মারা যান। আর ২৫ মে ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি মারা যান।

রেজাউল করিম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছি। ভর্তি করার পর অন্য একজন রোগীকে শিফট করে তাকে হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট প্রদান করা হয়। এরপরও তাকে বাঁচানো যায়নি। ভোর রাত ৫টার দিকে তিনি মারা যান।

করোনা পজিটিভ ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি নিশ্চিত নই। তার নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা এটিও আমার জানা নেই। আমাদের হাসপাতালে নিয়ে আসার আগে তাকে বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেগুলোতে সিট খালি না থাকায় তাকে ভর্তি করা যায়নি৷ আমাদের এখানেও সিট খালি ছিল না। আমরা একটা সিট ম্যানেজ করে তাকে ভর্তি নেই।