লালমনিরহাট জেলা ও দায়রা জজ করোনায় আক্রান্ত

মো. ফেরদৌস আহমেদলালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদের (৫৮) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি এখন ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৫ জুন) জেলা ও দায়রা জজের সাবেক সহকর্মী ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জজের আত্মীয়রা জানান, গত ১ জুন জজ ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় যান। এরপর তার শরীর খারাপ হলে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে রাখা হয়। তার 'এবি পজিটিভ' গ্রুপের রক্তের প্লাজমা দরকার বলে জানান তার আত্মীয়রা।

মুহাম্মদ জাকির হোসাইন বলেন, 'আমরা চেষ্টা করছি 'এবি পজিটিভ' রক্তের প্লাজমা সংগ্রহ করার। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।'