শিক্ষকের দুই শতাধিক গাছের চারা ভাঙলো দুর্বৃত্তরা

শিক্ষকের বাগানের গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরাজামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক হাই স্কুল শিক্ষকের প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাগানের মালিক শিক্ষক শিশিরুল ইসলাম বকশীগঞ্জ থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশিরুল ইসলাম অভিযোগ করেন, সোমবার রাতে তার বাগানের বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তিনি গিয়ে বাগানের চারা গাছ ভেঙে ফেলার ঘটনা দেখতে পান।

এ ঘটনার পর ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জের ধরে কেউ এ কাজটি করেছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে পরিবেশ বিরোধী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একই এলাকায় শিশিরুল ইসলামের আরও একটি বাগান রয়েছে। তিনি জানান, কাঠের জন্য তার একটি বাগান রয়েছে। ঘটনার পর সেই বাগান নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

বকশীগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তবে ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।