হবিগঞ্জে ‘রেড জোন’ এলাকায় চলাচল বন্ধ হচ্ছে না

হবিগঞ্জে লকডাউন এলাকায় বাঁশ দিয়ে আটকে দেওয়া হলেও মানছেন না এলাকাবাসী।

হবিগঞ্জে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ৫টি উপজেলার ৯টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে প্রশাসন। রেড জোনে সংক্রমন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

রেড জোনের মধ্যে রয়েছে হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নং ওয়ার্ড, চুনারুঘাট পৌরসভা এবং উপজেলার দেওরগাছ, উবাহাটা ও রানীগাও ইউনিয়ন, মাধবপুর পৌরসভা, আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলা সদর।

এদিকে হবিগঞ্জ পৌর শহরের দুটি ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে স্থানীয় লোকজন ব্যারিকেড সৃষ্টি করে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে সাধারণ লোকজন তা মানছেন না। ব্যারিকেডের নিচ দিয়ে চলাচল করতে দেখা গেছে অনেককেই।

হবিগঞ্জে লকডাউন এলাকায় বাঁশ দিয়ে আটকে দেওয়া হলেও মানছেন না এলাকাবাসী।

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, রেডজোন এলাকাগুলোতে মানুষের চলাচলে নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসন কাজ করছে। প্রশাসন ধাপে ধাপে বাস্তবায়ন করবে। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, হবিগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৬ জন এবং মারা গেছেন ৫ জন।