চলন্ত মোটরসাইকেলে ওপর পড়লো গাছ, প্রাণ গেলো দুই কিশোরের

নিহত পলাশ ও মঞ্জু মিয়া

রাস্তা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। তার সঙ্গে আরোহী ছিলেন আরও দুই কিশোর। সামনে যে গাছকাটা হচ্ছিল তা খেয়ালও করেননি তারা নিষেধও করেনি কেউ। গাছটি পড়ার মুহূর্তেই তাদের মোটরসাইকেল এসে পড়ে সেখানে। মাথার ওপরে গাছের চাপায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর যুবক, যিনি নিহত একজনের আপন ভাই।

মঙ্গলবার সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া-(১৮) ও একই এলাকার লস্কর মিয়ার ছেলে মঞ্জু মিয়া-(১৮)। এ সময় ধরমন্ডল গ্রামের গিয়াস উদ্দিন-(২৭) নামে অপর এক যুবক আহত হন। আহত গিয়াস উদ্দিন নিহত পলাশ মিয়ার বড় ভাই।

স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধরমন্ডল থেকে তিনজন মোটরসাইকেল যোগে লাখাই উপজেলায় যাওয়ার পথে উপজেলার পান্নাডর এলাকায় ঠিকাদারের লোকজন রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় একটি গাছ তাদের ওপর পড়ে যায় । এ সময় ঘটনাস্থলেই পলাশ মিয়া ও মঞ্জু মিয়া মারা যান। আহত হন গিয়াস উদ্দিন। আহত গিয়াস উদ্দিনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। 

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের নিহত দুই যুবকের লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।