ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)



ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে শাহজাহান হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ভুগছিলেন।




শাহজাহান হাওলাদারের ছেলে মো. সাইফ জানান, তার বাবা অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার জানিয়েছেন, জেলায় ১৬৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯ জন হাসপাতালে আইসোলোশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ জন। জেলায় মোট মারা গেছেন ৭জন। তবে উপসর্গ নিয়ে মারা ঠিক কতজন মারা গেছেন তার কোনও সরকারি বা বেসরকারি হিসাব তাদের কাছে নেই বলে জানান তিনি।