নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, আক্রান্ত ৫ হাজার ছুঁই ছুঁই

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। তবে আরও ৫৪ জনের শরীরে করোনাভাইনাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ও রূপগঞ্জ উপজেলায় শনাক্তের সংখ্যা বেশি। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৭৯ জনে। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।


শনিবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭৪০ জন, সদর উপজেলায় ১১৮০ জন, বন্দর উপজেলায় ১৭১ জন, আড়াইহাজারে ৪৬৮ জন, সোনারগাঁয়ে ৪৩৯ জন ও রূপগঞ্জে ৯৮১ জন। এ জেলার সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন, সদরে ২২ জন, বন্দরে ৩ জন, রূপগঞ্জে ৮ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে ৪ জন।
জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৯ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২৩ হাজার ৯১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।