করোনা সংকটে অর্থনীতির চাকাকে সচল রাখা প্রয়োজন: পলক

গ্রামপুলিশদের সাইকেল দেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘করোনা সংকটে পুরো বিশ্ব এখন স্থবির। এ অবস্থায় অর্থনীতির চাকাকে সচল রাখা প্রয়োজন। তাই অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ জরুরি।’ রবিবার (২৮ জুন) দুপুরে সিংড়া কোর্টমাঠে গ্রামপুলিশদের সাইকেল, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং দুস্থ প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এ সময় করোনার গ্রামপুলিশদের অবদানের কথা উল্লেখ করে পলক বলেন, ‘এই সংকটকালে তৃণমৃল পর্যায়ে গ্রামপুলিশদের ভূমিকা রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুণ করেছে।’

প্রতিমন্ত্রী গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারী ঘোষণার দাবির বিষয়ে তাদের আশ্বস্ত করে বলেন, ‘চতুর্থ শ্রেণির মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, এডিবির অর্থায়নে ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ৩৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করেন পলক।