মাদারীপুরে করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বাড়ছে: সিভিল সার্জন

মাদারীপুরে হাসপাতালে ভিড় করছেন রোগী তার স্বজনরা।

মাদারীপুরে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে অনেকেই ঘরে ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশনে থাকলেও বেশি অসুস্থতা অনুভব করা রোগীদের ভিড় বাড়ছে সদর হাসপাতালে। তবে আশার কথা একটাই, ঘরে ঘরে সুস্থ হওয়ার হার বাড়ছে।  এ তথ্য জানিয়েছেন, জেলা সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

এদিকে ১০ দিন আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী আলমগীর হোসেনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রতিদিন নারী-পুরুষ নির্বিশেষে রোগীরা নমুনা দিয়েও ফলাফল পাচ্ছেন প্রায় এক সপ্তাহ পর।

মাদারীপুরে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা ৭০৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনসহ উপজেলা কার্যালয়ের ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন বিশ্বাস ও তার স্ত্রীসহ জেলায় মোট ৪৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, করোনা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭২ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২৬২ জন। বর্তমানে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৩৯১ জন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার বাড়ছে।