হাতিয়ায় ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকার কাছে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলে মো. সোহাগ (১৫) এর লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুর ২টায় বঙ্গোপসাগরের মোহনায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এর আগে গতকাল দুর্ঘটনার শিকার ট্রলারটিও উদ্ধার করা হয়।

ট্রলারডুবিতে নিহত মো. সোহাগ জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকার কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারীর ছেলে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনও অভিযোগ না থাকায় মো. সোহাগ এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন মঙ্গলবার ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝি ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে মো. রাসেল উদ্দিন বেচু নামে এক কিশোর জেলে ঘটনাস্থলেই মারা যায়। আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। সেসময় মো. সোহাগ নামে এই কিশোর জেলে নিখোঁজ ছিল।