চু‌রির মামলার আসামি ধর‌তে ফায়ার সা‌র্ভিসে খবর!

 

বান্দরবানবান্দরবা‌নের কালাঘাটায় এক চু‌রির মামলার পলাতক আসামি ধর‌তে গি‌য়ে বিপা‌কে প‌ড়ে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয় পু‌লিশ। বুধবার (১ জুলাই) বিকা‌লে এ ঘটনা ঘ‌টে। আসামি মো. ফয়সাল হোসেন ওর‌ফে টুটুল (৩০) লিয়াকত আলীর ছে‌লে। তারা কালাঘাটা এলাকার এক‌টি ভাড়া বাসায় থাকেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, কালাঘাটা বাজারের এক‌টি ভাড়া বাসায় ২০১৬ সালের জি,আর ৯৩ /১৬ চুরির মামলার আসামি মো. ফয়সাল আত্ম‌গোপন ক‌রে আ‌ছে এমন গোপন সংবাদ পে‌য়ে বান্দরবান সদর থানার উপপরিদর্শক ‌মো. জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকজন পু‌লিশ সদস্য সেখানে যান। এসময় আসা‌মি মো. ফয়সাল হোসেন (টুটুল) পুলিশের উপ‌স্থি‌তি টের পেয়ে বাসার ম‌ধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেন। এ‌তে পু‌লিশ বিপা‌কে প‌ড়ে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। ত‌বে ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে পৌঁছার আ‌গেই পু‌লিশ আগুন নি‌ভি‌য়ে আসা‌মি‌কে গ্রেফতার করে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক জিয়াউর রহমান ব‌লেন, আসামি‌কে ধর‌তে গে‌লে সে গ্যাস সি‌লিন্ডা‌রে আগুন ধ‌রি‌য়ে দেয়। বড় ধর‌নের অ‌গ্নিকাণ্ডের আশঙ্কায় ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেই। কিন্তু ফায়ার সা‌র্ভিস পৌঁছার আ‌গেই আগুন নিয়ন্ত্র‌ণে এ‌নে আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে নি‌য়ে আ‌সি।

এ বিষ‌য়ে বান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. কালাম ব‌লেন, আসা‌মিকে ধর‌তে ফায়ার সা‌র্ভিসকে খবর দেওয়ার ঘটনা আ‌মি কখ‌নো শু‌নিনি। আজই প্রথম শুনলাম।